Mon valo nei by Pritzz| মন ভালো নেই | New bengali song 2020 | Sad song | Mon kharap er gan | Pritzz


Mon valo nei by Pritzz| মন ভালো নেই | New bengali song 2020 | Sad song | Mon kharap er gan | Pritzz



মন ভালো নেই মন ভালো নেই 
পরছে মনে আজ তোমাকেই
কে বুঝবে বল কারো সাধ্য নেই 
এই মন খোঁজে শুধু তোমাকে
এই পথ দিয়ে হেঁটে গেছি রোজ 
সঙ্গে ছিলে তুমি আজকে নিখোঁজ
অপেক্ষার আয়ু কমে যায় 
নিস্তব্ধতা গ্রাস করছে আমায়
হালকা চাদর গায়ে ওই শীত ভোর
আছে কি মনে এখনো তোর।
কুয়াশার ভিড়ে আমি ভ্রান্ত পথিক 
বুঝতে পারি না ভুল কোনটা সঠিক।
খুঁজে বেড়াই এখনো তোমায় পাইনি আজও সন্ধান।।

অভিনয় ছিল নাকি অভিমান,
চিঠি নেই শুধু আজ পড়ে আছে খাম । 
নির্ঘুম রাত আর, কানে টেলিফোন 
ভাবলে অবাক হই আজকে ভীষণ ।
একান্তে আমি আজ আছি দাড়িয়ে
কালশিটে চোখ রাত্রি জেগে।
সঙ্গী শুধু আজ কলম গিটার
এই ভাবে কাটে দিন এখন আমার ।
খুঁজে বেড়াই এখনো তোমায় পাইনি আজও সন্ধান।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Copyright (c) 2020 লিরিক্স বাংলা All Right Reserved