Niyoti Lyrics (নিয়তি) Mahtim Shakib Bengali Song

Keno Bhulte Parchi Na Lyrics (কেন ভুলতে পারছিনা) Abir Biswas| Mahtim Shakib Lyrics

Niyoti Lyrics (নিয়তি) Mahtim Shakib Bengali Song

Song Name Keno Bhulte Parchi Na Lyrics (কেন ভুলতে পারছিনা) Abir Biswas
Singer Mahtim Shakib
Composer Mahtim Shakib
Lyricist Mahtim Shakib
Album Mahtim Shakib
Music Label Mahtim Shakib

 

Niyoti Lyrics (নিয়তি) Mahtim Shakib Bengali Song

Niyoti Song Lyrics In Bengali :
চলছে জীবন, ধরাবাঁধা নিয়মে
আসে দিন, আসে রাত ক্রমে ক্রমে,
চলছে জীবন, ধরাবাঁধা নিয়মে
আসে দিন, আসে রাত ক্রমে ক্রমে।

সময় স্রোতে হারিয়ে যাওয়া
কোনো এক চেনা মুখ
মনে পড়ে যায় থেকে থেকে,
ফিরে পেতে সে সময়
এক দীর্ঘ শ্বাস,
কেনো বুকের খাঁচা পুষে রাখে ..

পারবে কি ফিরিয়ে দিতে
সে হাসি, সে অনুভুতি?
বলো পারবে কি নিয়তি?
কান্না হাসি, খুনসুটি
এ আমার হারানো স্মৃতি
বলো পারবে কি নিয়তি?
বলো পারবে কি নিয়তি?

পেরিয়ে হাজার পথ
আমি যে এক পথিক,
হাজারের মাঝেও আমি একা
হারিয়ে দিক-বেদিক।

তোমার ডায়রির প্রতিটি লেখায়
প্রতিটি পাতায়
তোমার সেই সুবাস পাই আবার,
আবার যেদিন দেখা হবে
বলবো তোমায়, গল্প আর্তনাদের
তোমায় হারাবার ..

পারবে কি ফিরিয়ে দিতে
সে হাসি, সে অনুভুতি?
বলো পারবে কি নিয়তি?
কান্না হাসি, খুনসুটি
এ আমার হারানো স্মৃতি
বলো পারবে কি নিয়তি?
বলো পারবে কি নিয়তি?

নিয়তি লিরিক্স - মাহাতিম সাকিব :
Cholce jibon dhora badha niyome
Ashe din ashe raat krome krome
Somoy srotey hariye jaowa
Kono ek chena mukh
Mone pore jaay theke theke
Phire pete se somoy
Ek dirghoswash
Keno buker khacha pushe rakhe
Parbe ki firiye dite
Se hashi se anubhuti
Bolo parbe ki niyoti
Kanna hashi khunshuti
A amar harano smriti
Bolo parbe ki niyoti
Periye hazar poth
Ami je ek pothik
Hajarer majheo ami eka
Hariye dik bedik....

YouTube Video

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Copyright (c) 2020 লিরিক্স বাংলা All Right Reserved