Jwalchhobi Lyrics (জলছবি) Rupankar | Subhamita| Rupankar Bagchi & Subhamita Banerjee Lyrics

| Song Name | Jwalchhobi Lyrics (জলছবি) Rupankar | Subhamita |
| Singer | Rupankar Bagchi & Subhamita Banerjee |
| Composer | Joy Sarkar |
| Lyricist | Arindam Saha |
| Music | Shomeshwar Oli |
| Album | Jwalchhobi |
| Music Label | Asha Audio |
Jwalchhobi Lyrics (জলছবি) Rupankar | Subhamita | Rupankar Bagchi & Subhamita Banerjee Lyrics
Jwalchhobi Song Lyrics In Bengali :
আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না,
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না,
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা।।
আমার মনেতে, মনের কোণেতে
তোমারই জলছবি,
হৃদয় মোহনা, চাঁদের জোছনা
মিষ্টি আজ সবই।
মনের মুকুরে নীল সে সাগরে
তুমি জলপরী,
তোমার প্রেমেতে আজ মন হারিয়ে
এখন কি করি?
তোমায় ভালোবেসে আর তো কিছু চাইনা
তুমি ছাড়া মন মানেনা।।
হয়তো কখনো মেঘের মুলুকে
হবে পরিচয়,
তোমার পরশে, প্রেমের বরষে
জীবন মধুময়।
আকাশ বাতাসে ফুলের সুবাসে
আজ যে মনোময়,
সাঁঝের বেলাতে রঙের মেলাতে
আজ যে তুমিময়।
হুঁ.. তোমার মনেরই মাঝে লুকিয়ে আছি আমি
খুঁজে নিও আমার ঠিকানা।
ও.. আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না।
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না।
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা।।
জলছবি লিরিক্স - রূপঙ্কর বাগচী, শুভমিতা ব্যানার্জী :
Akash kothay je meshe
Se toh keu jane na
Batas kothay je bohe
Se toh keu bojhena
Megher kothay je thikana
Taa toh keu jaane na
Sagor kothay je sheshe
Hoyto Keu bojhe na
Amar moner thikana
Hoyto keu janena
Eso tumi khuje dekhona....
YouTube Video
0 মন্তব্যসমূহ