Firiye De Na Lyrics (ফিরিয়ে দে না) Abir Biswas Song | Abir Biswas Lyrics

Firiye De Na Lyrics (ফিরিয়ে দে না) Abir Biswas Song| Abir Biswas Lyrics

Firiye De Na Lyrics (ফিরিয়ে দে না) Abir Biswas Song| Abir Biswas Lyrics

Song Name Firiye De Na Lyrics (ফিরিয়ে দে না) Abir Biswas Song
Singer Abir Biswas
Composer Abir Biswas
Lyricist Sunil-Rajat and Sourav Goswami
Music Sunil-Rajat
Featuring Stars Abir Biswas
Album Firiye De Na
Music Label KMJ Music Series

 

Firiye De Na Lyrics (ফিরিয়ে দে না) Abir Biswas Song | Abir Biswas Lyrics

Firiye De Na Song Lyrics In Bengali :
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।
কত আদরে তুই বুকে ছিলি
আজ সবই কি ভুলে গেলি?
হৃদয় টা যে তোরই ছিল মিলিয়ে নে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।।

বল কি করে তোকে
ছেড়ে থাকবো আমি দূরে,
যেখানে আজ স্বপ্ন গুলো সবই তোকে জুড়ে,
জানি আর যাবেনা রাখা
কোনো মায়ার বাঁধন দিয়ে,
নিজেকে তুই অন্য বাসায় নিয়েছিস সাজিয়ে।
তবে আমি ছিলাম শুধুই বোকা
ভালোবেসে হলাম একা,
সেই বোকামি গুলোই আমায় ফিরিয়ে দে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।।

আমি দিয়েছিলাম তোকে
ওরে হাজার সুখের আলো,
আমার জীবন আঁধার করে
থাকবি কি তুই ভালো??
তবু আজও আমি কাঁদি
বসে একলা ঘরের কোনে,
মিথ্যে ছিলো ভালোবাসা আমার এ জীবনে।

কেনো দিয়ে গেলি এমন ব্যাথা
করে গেলি আমায় একা,
করলি রে তুই কেনো এমন জবাব দে না।
কিছু কষ্ট বুকে জমে আছে
কমিয়ে দে না,
আমার বেঁচে থাকার সুখ গুলো তুই
ফিরিয়ে দে না।
কত আদরে তুই বুকে ছিলি
আজ সবই কি ভুলে গেলি?
হৃদয় টা যে তোরই ছিল মিলিয়ে নে না
ও.. ও..

ফিরিয়ে দে না লিরিক্স - আবির বিশ্বাস :
Kichu kosto buke jome ache
Komiye de na
Amar beche thakar sukh gulo tui
Firiye de na
Koto adore tui buke chili
Aaj sobi ki bhule geli
Hridoy ta je tori chilo miliye ne na
Bol ki kore toke
Chere thakbo ami dure
Jekhane aaj shopno gulo sobi toke jure
Jani aar jabena rakha
Kono mayar badhon diye

YouTube Video

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Copyright (c) 2020 লিরিক্স বাংলা All Right Reserved