টাইটানিক বাংলা লিরিক্স / Titanic Bangla lyrics by Pritam Adhikari Pritzz

টাইটানিক বাংলা লিরিক্স / Titanic Bangla lyrics by Pritam Adhikari Pritzz




আজও আমি তোমার অপেক্ষায় অবিরত
বয়ে গেল কত সময়।
একটা করে দিন আর কেটে যায় কত রাত 
ভাবি আমি তুমি এলে বোধ হয়।

মন ভালো নেই কোনো অবস্থাতেই
চাইছি তোমায় এই বেলায় 
পুরনো সেই ঠিকানায়।

জানি তুমি বড় অভিমানী 
কখনো কথা রাখোনি
রাখোনি

প্রতিরাতে আমার মন হারায়
তোমার ইশারায়
চোখ মেলে দেখি তুমি 
আর নেই

নেই উপায়,আমি অসহায়
কি করে বোঝাই বলো আমি
শুধু চাই যে তোমায়

মন ভালো নেই কোনো অবস্থাতেই 
চাইছি তোমায় এই বেলায়
পুরনো সেই ঠিকানায়

জানি তুমি বড় অভিমানী 
কখনো কথা রাখোনি
রাখোনি

মন ভালো নেই কোনো অবস্থাতেই
চাইছি তোমায় এই বেলায়
পুরনো সেই ঠিকানায়
জানি তুমি বড় অভিমানী 
কখনো কথা রাখোনি
রাখোনি

Titanic bengali version lyrics in English 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Copyright (c) 2020 লিরিক্স বাংলা All Right Reserved